প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৩:৪০ পিএম

কুষ্টিয়া সদর উপজেলায় বাজার করতে গিয়ে ৭ হাজার পাঁচশত জাল টাকা সহ ধরা খেলেন জুলেখা (৪৫) নামে এক নারী।
বৃহস্পতিবার দুপুর ২টার সময় কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখার বাড়ী জিয়ারখী ইউনিয়ন গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কবুরহাট জসিম পল্টি হাউজে বয়লার মুরগি কিনতে যান জুলেখা। পরে মুরগি কেনার পর দোকানদার জসিমকে পাঁচশত টাকার একটি নোট দেন। মুরগি দোকানদার টাকা নেওয়ার পর নাড়াচারা করে দেখেন এবং বুঝতে পারেন টাকাটি জাল। আশপাশের দোকানদারের সহযোগিতায় তার ব্যাগ তল্লাশি করে বেশকিছু জাল টাকা দেখার পর ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে খবর দিলে জগতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায়।
এ বিষয়ে জুলেখা বলেন, টাকাগুলো ১৫ দিন আগে মজমপুর গেট থেকে ১০ হাজার টাকা পড়ে পেয়েছেন। তবে তিনি কোন জাল টাকা তৈরি চক্রের সাথে জড়িত নাই বলে সে বলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুল ইসলাম বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কবুরহাট এলাকায় জুলেখা নামে এক নারীর কাছ থেকে ৭ হাজার পাঁচশত জাল টাকা, একটি মোবাইল ফোন ও লাল রংয়ের একটি ব্যাগসহ আটক করেছে পুলিশ।
তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।