মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির আসামি যারা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১:২২ পিএম

২৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ জোটভুক্ত সংগঠনগুলোর সমাবেশের সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সরকারি বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে নিন্দা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এটিকে বিচার বিভাগের ওপর আঘাত হানার প্রচেষ্টা হিসেবেই দেখছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরাধবিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রধান বিচারপতি রাষ্ট্রের তিনটি অঙ্গের একটির প্রধান। সেখানে যারা হামলা করেছে ও হামলায় উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। এবং এই বিচারপতি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেহেতু এটি টার্গেট করে হামলা।

এ ঘটনায় দায়ের করা মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ২৯ নেতাকে আসামি করা হয়েছে। 

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। গতকাল রোববার রমনা থানায় এই মামলা দায়ের করেন ওই থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির। ইতিমধ্যে গতকাল রোববার মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও যেসব কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন ও ব্যারিস্টার শাহজাহান ওমর। 

আরও রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য ভিপি জয়নাল, জয়নাল আবেদীন ফারুক, শাহজাহান মিয়া, আতাউর রহমান ঢালী ও আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ উদ্দিন ডোনার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহপ্রচার সম্পাদক আসাদুল করীম শাহীন ও আমিরুল ইসলাম আমির, সহদপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেজনি ও মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শারাফাত আলী এবং ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। 

কেন্দ্রীয় এসব নেতা ছাড়াও আরও ৪৩ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করে মামলা হয়েছে। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামিদের কথাও বলা হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে এজাহারভুক্তসহ অন্যান্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রমনা থানাধীন প্রধান বিচারপতির বাসার সামনে অবস্থান নেয়। তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দিতে বৈশাখী পরিবহনের একটি গাড়ি ও একটি পিকআপ ভাঙচুর করে। মামলার বাদীসহ পুলিশ সদস্যরা বাধা দিতে এগিয়ে গেলে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এরই মধ্যে বিএনপি নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে হামলা করে এবং বাসভবনের ভেতরে সরকারি সম্পত্তি ভাঙচুর করে বিনষ্ট করে। 

মামলায় আরও অভিযোগ করা হয়, কেন্দ্রীয় নেতারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরস্পর যোগসাজশে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়, আশপাশের রাস্তার গাড়ি ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ ঘটায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। 

সেখান থেকে পুলিশ ৪৩ জনকে আটক করে। ওই ৪৩ জনকে গতকাল রোববার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। রোববার সকাল সাড়ে ৯টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে, রাতে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত রাত ১০টার দিকে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com