প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৯:৪০ পিএম

বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনায় নারী সমাবেশ এর আয়োজন করেছে কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ।
শনিবার কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া খাতুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন শিখা রানী,সভাপতি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুরন্নাহার, এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার (বানু), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (ছোট), প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মমতাজ বেগম,বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ফাহিমা আক্তার, বিশেষ অতিথি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ তহিদুর,অন্যান্য অতিথিদের ভেতরে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিখা রানী,সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদা লীনা।
এসময় সাতক্ষীরা থেকে আগত জেলার নেত্রীরা তাদের বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।