শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশের দর্শকের সালমান খানের বার্তা
বিনোদন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৬:১৮ পিএম

বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। শুক্রবার দেশের প্রায় ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

বাংলাদেশি দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। সামাজিকমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক ও বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!” সালমানের পোস্টে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ভক্তরা।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। এর কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। তবে হল আরও বাড়বে বলে ধারণা করছেন তিনি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা ভারতে তেমন সাড়া জাগাতে পারেননি। প্রত্যাশা পূরণ হয়নি ভক্তদের। পুরো বিশ্ব থেকে ছবিটির আয় সালমান খানের অন্য সিনেমা থেকে কম। মাত্র দুশ কোটি টাকা আয় করেছে এটি। সেই সিনেমাই দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি পেল বাংলাদেশের সিনেমা হলে। জানা গেছে, ছবিটি বাংলাদেশে আনতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা।

খরচের বিষয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, সিনেমাটি ভারতে মুক্তির আগেই চুক্তি করা হয়েছিল। কেননা এটি সালমান খানের ছবি। তাই বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। কিন্তু তখন তিনি বুঝতে পারেননি যে সালমান খানের সিনেমা ভারতে ব্লকবাস্টার হবে না। তিনি আরও জানিয়েছেন, ভারতে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে সিনেমাটি নিতেন না। যদিও আমদানির শর্তে রয়েছে যে টাকা খরচ করে ছবিটি আমদানি করা হয়েছে, তাতে বাংলাদেশের সিনেমা হলে যত দিন খুশি তত দিন চলচ্চিত্রটি চালানো যাবে।

ভারতে হিট না হলেও সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকের কাছে প্রত্যাশা আছে কামাল মোহাম্মদ কিবরিয়ার। তার মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক। কেননা সেখানে সালমান খানের ভক্ত প্রচুর। দেশের বড়পর্দায় প্রিয় নায়ক সালমানকে দেখতে চান তারা। আমদানিকারক আশা করছেন, সালমানের সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় থাকবে। এরই মধ্যে শুক্রবার মাল্টিপ্লেক্সের বিভিন্ন শোয়ের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। আরও আছেন ভেঙ্কটেশ, শেহনাজ গিল, জেসি গিল, জগপতি বাবু, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল।

সিনেমাটি পরিচালনা করেন ফরহাদ সামজি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com