শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রায়পুরায় রাতের আধারে নদী থেকে বালু উত্তোলনের মহোৎসব
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৫৭ AM

দিনে আশপাশে কেউ থাকেন না, যেন সুনসান নিরবতা। কিন্তু দিনের আলো ফুরিয়ে গেলেই শুরু হয় জোর প্রস্তুতি, আর রাতের অন্ধকার নামতেই শুরু হয় বালু (লোকাল) উত্তোলনের বিশাল কর্মযজ্ঞ। জনগন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই রায়পুরা  উপজেলার সাহের খোলা ও আব্দুল্লাচর এলাকায় মেঘনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের এই মহাউৎসব। এতে আশেপাশের গ্রামগুলো নদীত ভাঙনে গ্রামকি গ্রাম বিলিনের পথে। শত শত বিঘা ফসলি জমিও হুমকির মুখে।

উপজেলা সদর রায়পুরা, শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সীমানার খুব কাছাকাছি এই বালু উত্তোলনের পয়েন্ট। আর এই বালু উত্তোলনের কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন মো. মনির হোসেনসহ ১০/১২জন।

সম্প্রতি ১৩জুন (মঙ্গলবার) বিকালে উপজেলা আওয়ামী লীগের একটি প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন কয়েক হাজার নেতা-কর্মীদের সামনে এই বালু উত্তোলনের কথা উল্লেখ করেন। 

তারই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনে অভিযোগে  শুক্রবার (১৬জুন) বিকেলে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেনকে  ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। 

জানা গেছে, প্রশাসনের অনুমোদন না থাকলেও উপরের মহলকে ম্যানেজ করে এই কর্মযজ্ঞ চলছে। তারা অত্যন্ত প্রভাশালী হওয়ায় নদীপাড়ারের বাসিন্দা ও কৃষকরা ভয়ে মুখ খুলছেন না। দিনের বেলায় সেখানে কেউ থাকেন না, সন্ধ্যার পরপরই সাহেরখোলা এলাকায়  চলে প্রস্তুতি। বিভিন্ন জায়গা থেকে ছোট-বড় ৩০-৪০টি বডি এনে সারিবদ্ধ করে রাখা হয়। এশার নামাজের পরপরই শুরু হয় বালু উত্তোলন। আশপাশের কঠোর নিরাপত্তার বলয়ে এই বডিগুলো নির্ধারিত স্থানে বালু পৌছে দেয়।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষকরা ভোরের পাতাকে জানান, ‘দিনের বেলায় বোঝার উপায় নেই, এখানে বালু উত্তোলন হয় কিন্তু রাতে তারা এই কাজ করে। আমরা কিছু বলতে পারি না। অথচ যেখানে থেকে বালু উত্তোলন করা হচ্ছে তার সঙ্গেই আমাদের কৃষি জমি-জমা। সেখানে আমরা চাষ করে জীবিকা নির্বাহ করি। আশে পাশের এলাকায় জিওব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করলেও তাদের এইভাবে বালু উত্তোলনের ফলে সেটি ভেঙে যাচ্ছে, তাদের ভয়ে মুখও খুলতে পারিনা। এবিষয়ে অভিযুক্ত মনির হোসেনকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। 

ঘটনার সততা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকায় বালু উত্তোলনের ড্রেজার দেখতে পায়। সেখানে গিয়ে তিনি ড্রেজার পাওয়া যায়। যেহেতু এখানে বালুর মহাল নেই তাহলে ড্রেজারগুলো এখানে কি কারনে রাখা। এখানে বালু মহলের অনুমোদন না থাকায়  সেগুলোকে জব্দ করে পান্থশালা নিয়ে আসা হয়। পরে ড্রেজার মালিক মনির হোসেনকে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনলক্ষ টাকা সহ মুচলেকা দিয়ে ছাড়া পায় ড্রেজার মালিক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com