প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৫৭ AM

বরগুনার তালতলীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক হিন্দুধর্ম পরিবারের গাছ পালা কেটে বাড়ি ভেতর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের বিরুদ্ধে।
শুক্রবার (১৬ জুন) উপজেলার ছোটবগী ইউনিয়নের সুন্দরিয়া গ্রামে এক হিন্দুধর্ম পরিবারের বাড়িতে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ,নির্বাচনের প্রতিহিংসার জেরে বর্তমান ইউপি সদস্য আবুল কালাম আদালতের নিষেধাজ্ঞার কোন তোয়াক্কা না করে জোরপূর্বক দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধ মনিন্দ্রকুমারের বাড়ি ভেতর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এসময় মনিন্দ্রকুমার আদালতের নিষেধাজ্ঞার কাগজপত্র দেখতে বলেন ইউপি সদস্যকে। এতে ক্ষিপ্ত হয়ে মনিন্দ্রকুমারও তার পরিবারের লোকজনের ওপর হামলা ও মারধর করেন। মারধরের একপর্যায়ে ঘর বাড়ি কুপিয়ে নগদ টাকা-পয়সা স্বর্ণালংকার লুটপাট করে নেয় ইউপি সদস্যের সন্ত্রাসী বাহিনীরা। এ হামলায় বিভা রানী (৬১)আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মনিন্দ্র কুমারের ছেলে তাপস কুমার বলেন,স্থানীয় ইউপি সদস্য কালামের কাছে আমরা কত অসহায়। আমার বাড়িঘর লুটপাট করেছে। মা হাসপাতালে, বাবা বৃদ্ধ । আমি কোথায় যাবো? আমরা ওদের বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন,স্থানীয় জনগণ আমাদের রেকর্ডিয় জমিতে রাস্তা নির্মাণ করতেছিল। তার বাড়ির ভিতর কেউ প্রবেশ করেনি। তারা নিজেরাই ভাড়াটে লোকজন এনে আমার এলাকার শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। তাদের বাড়িঘর তারাই কুপিয়েছে। তার রেকর্ডিয় জমির পাশে সরকারি খাস জমি রয়েছে। প্রকল্প অনুযায়ী সেখান থেকে সরকারি রাস্তা নির্মাণ করা হবে। তাদের বাড়ি সংলগ্ন খাস জমিতে রাস্তা যাতে না করা হয় সে বিষয় তারা বিভিন্ন সময় নাটক করছে। তারা নিজেদের সংখ্যালঘু বলে অথচ এদের কর্মকান্ডে এখন সংখ্যালঘু আমরা হয়ে গেছি।
তালতালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। এ বিষয় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।