শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কত টাকার মালিক বিশ্বজয়ী মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ AM

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে বিশ্বকাপ শিরোপা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। প্রাপ্তির চাদরে মোড়া ফুটবল ক্যারিয়ারে যোগ করেছেন একমাত্র অপ্রাপ্তির বিশ্বকাপ। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নাম লিখিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়। এমন অবিস্মরণীয় অর্জনের পর কিংবদন্তি এ ফুটবলার কত টাকার মালিক সেই বিষয়টা আলোচনায় এসেছে আবারও।

মাঠে খেলায় এবং মাঠের বাইরে আয়, দুই ক্ষেত্রেই সমানভাবে দক্ষ মেসি। ধনকুবেরদের পকেটের খবর রাখা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, চলতি বছর ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন মেসি। বর্তমানে তিনিই বিশ্বে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী অ্যাথলেট।

নিজের বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন থেকেই বছরে সাড়ে তিন কোটি ডলার আয় করেন মেসি। সে হিসাবে প্রতি সপ্তাহে ৭ লাখ ৩৮ হাজার বা প্রতিদিন ১ লাখ ৫ হাজার বা ঘণ্টায় ৮ হাজার ৭৯০ টাকায় আয় করেন আর্জেন্টাইন অধিনায়ক। গত গ্রীষ্মে পিএসজিতে যোগ দেয়ার সময় আড়াই কোটি ডলার জয়েনিং ফি নিয়েছিলেন মেসি। কিন্তু মাঠের বাইরেও মেসি প্রচুর টাকা আয় করেন। মাঠের বাইরে থেকে গত বছর সাড়ে ৫ কোটি ডলারের বেশি আয় করেছেন মেসি।

গোল ডটকম জানিয়েছে, মেসির সংগ্রহে রয়েছে ২০ লাখ ডলারের পাগানি জোন্ডা ট্রাইকালার, একটি ফেরারি এফ৪৩০ স্পাইডার, একটি ডজ চার্জার এসআরটিএইট ও মাসেরাটি গ্রান টুরিসমো। এছাড়া পরিবেশ-বান্ধব বাড়ি এবং বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে মেসির।

দ্য রিয়েল ডিল জানিয়েছে, আর্জেন্টিনার রোজারিও’তে ‘পরিবেশ-বান্ধব’ বাড়ি রয়েছে মেসির। ২০২১ সালে ফ্লোরিডার সেইন্ট আইল বিচে একটি বিলাসবহুল কন্ডোমিনিয়াম কিনতে ৭৩ লাখ ডলার খরচ করেছেন। এছাড়া হোটেল ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন মেসি।

২০১৭ সাল থেকে মেসি হোটেল চেইন এমআইএম হোটেলের মালিক। এই চেইনকে পরিচালনা করে ম্যাজেস্টিক হোটেল গ্রুপ। ইবিজা, মাজোরকা ও বার্সেলোনায় এই গ্রুপের রিসোর্ট রয়েছে। ২০২১ সালে এই চেইন আরান উপত্যকায় তাদের প্রথম শীতকালীন রিসোর্ট চালু করে।

ফোর্বস জানিয়েছে, চার তারকার এই হোটেলে একটি স্পা, একটি ইনডোর সুইমিং পুল, একটি ফিটনেস সেন্টার ও মাউন্টেইন গাইড সার্ভিসেসসহ ১৪১টি রুম রয়েছে।

২০১৭ সালে সাড়ে ৩ কোটি ডলার দিয়ে হোটেলটি কিনেছিলেন মেসি। প্রায় একই সময়ে ওই ভবনটি গুড়িয়ে দেয়ার বিষয়টি অনুমোদন দেয়া হয়, কারণ সেটির ব্যালকনি খুব বড় ছিল। তাই গুড়িয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।

গোল দিয়ে যেভাবে ডানা মেলে দৌড় দেন, ঠিক সেভাবেই বিশ্ব ঘুরে বেড়াতে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বসেন মেসি। বিশ্বে ঘুরে বেড়ানোর জন্য দেড় কোটি ডলারের ব্যক্তিগত বিমান রয়েছে এই আর্জেন্টাইনের।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, মেসির 2004 গালফস্ট্রিম ভি ব্যক্তিগত বিমানে দুটি কিচেন ও বাথরুম রয়েছে। ওই বিমানে একসঙ্গে ১৬ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। বিমানটির নম্বর ‘১০’। এই জেটের লেজে স্ত্রী আন্তোনেল্লার নাম লেখা রয়েছে। আর বিমানের সিঁড়িতে মেসির সন্তানদের নাম লেখা রয়েছে।

ইবিজাতে ছুটি কাটাতে ভালোবাসেন মেসি। এ বছর নিজের ৩৫তম জন্মদিন ইবিজার একটি সমুদ্রসৈকত হোটেল উশুইয়াতে পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেন তিনি। ওই অনুষ্ঠানে বার্সেলোনায় তার সাবেক টিমমেট সেসে ফারেগাস ও লুইস সুয়ারেজ তাদের স্ত্রীদের নিয়ে যোগ দেন। এছাড়া আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের মিয়ামিতেও অবকাশ যাপনে বেশ স্বাছন্দ্য বোধ করেন মেসি।

২০০৭ সালে ইউনিসেফের সঙ্গে মিলে লিওনেল মেসি ফাউন্ডেশন গড়ে তোলেন আর্জেন্টাইন কাপ্তান। এই ফাউন্ডেশন বিশ্বজুড়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের সহায়তা করে থাকে। 

ইউনিসেফ জানিয়েছে, ২০১৭ সালে মেসির টাকায় সিরিয়ায় যুদ্ধে এতিম হওয়া ১৬০০ শিশুর জন্য ক্লাসরুম গড়ে তোলা হয়।

আর ২০১৯ সালে কেনিয়ার নাগরিকদের খাবার ও পানি সরবরাহের জন্য ২ লাখ ১৮ হাজার ডলার দান করে এই লিওনেল মেসি ফাউন্ডেশন বলে জানায় গোল ডটকম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com