প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:৫২ পিএম আপডেট: ২০.১০.২০২২ ৬:৫৩ PM

গত ১৯শে অক্টোবর বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আর্ট গ্যালারিতে উদ্বোধন হয়েছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী স্বনামধন্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের শিল্পচিত্র প্রদর্শনীর।
উল্লেখ্য , শাহাবুদ্দিন আহমেদ বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন বিখ্যাত বাঙালী চিত্রশিল্পী। আধুনিক ঘরানার ফ্রান্স প্রবাসী বাঙালী এই চিত্রশিল্পীর খ্যাতি ছড়িয়ে আছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। তিনি ১৯৯২ সালে 'মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারী আর্টসের' সেরা পঞ্চাশজনের একজন হিসেবে স্পেনের বার্সেলোনায় 'অলিম্পিয়াড অব আর্টস' পদকে ভূষিত হন। ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করেন। এছাড়া তিনি চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন।
তার আঁকা ছবিগুলো ফ্রান্স বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়। এবারের প্রদর্শনীতে তার আঁকা উল্লেখযোগ্য ছবিগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া ফ্রান্স ও বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।