৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে ডেনমার্ক আ. লীগ
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৪:২৪ পিএম

৫২তম মহান বিজয় দিবস পালন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। রাজধানী কোপেনহেগেনের একটি অভিজাত হলরুমে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামি দাসের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা তাইফুর রহমান ভুঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডেনমার্ক আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী লিংকন মোল্যা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মাসুদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার পিতা ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা ইনসান ভুঁইয়া, আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা সফিকুল ইসলাম, উপদেষ্টা মাহাবুবুল আলম, উপদেষ্টা সাইফুল আলম, সিনিয়র সহ-সভাপতি জাহিদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আ ন ম আব্দুল খালেক আরিফ, সহ-সভাপতি মনিরুজ্জামান মিলু, সহ-সভাপতি ওয়ালিউল আজাদ লাভলু, সহ-সভাপতি নাসরু হক, সহ-সভাপতি দেবিশষ সরকার এবং সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ লিমন এবং রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট ও কবির আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক খেলাধুলা, পুরষ্কার বিতরণ এবং নৈশভোজ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হিল্লোল বড়ুয়া।