প্রকাশ: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৬:৪৯ পিএম

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা ফাইজউদ্দিন শেখ (৮৫)। দীর্ষদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু রোববার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপে ওই ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই নির্বাচনে দুই নাতির কাধে ভর করে পানজোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১নং পুরুষ ভোট কেন্দ্রে আসলেন ৮৫ বছর বয়স্ক ফাইজউদ্দিন।
কিন্তু দুই নাতির ভোট আগেই হয়ে যাওয়ায় কেন্দ্রে দায়িত্বে থাকা একেএম মিজানুল হক নামের এক পুলিশ কর্মকর্তা এক আনসার সদস্য নিয়ে ভোটের বুথে নিয়ে যান এবং ভোট দেওয়া শেষ হলে পূনরায় দুই নাতির কাধে তুলেন দেন।
এ সময় কথা হয় ৮৫ বছর বয়স্ক ফাইজউদ্দিনের সাথে। এত বয়স হয়েছে তারপর আবার অসুস্থ্য কেন ভোট দিতে আসলেন? ভাঙ্গা কাপা কাপা গলায় বললেন, বাবা যে বয়স হইছে, তাতে এই জীবনে আর ভোট দেওয়ার সুযোগ নাই। তারপরও আবার শরীরের যে অবস্থা, মনে হয়না জীবনে আর ভোট দেওয়ার সময় পামু। তাই জীবনের শেস ভোট দিতে আসলাম।তবে জীবনের শেষ ভোটটি সুন্দর ও শান্তি মত দিতে পেরে তিনি খুশি।
এদিকে মঠবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেলো হুইল চেয়ারে করে মায়ের সাথে ভোট দিতে আসলেন শারীরিক প্রতিবন্ধি মো. ইমরান মিয়া (২৬)। তিনি নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকার বাসিন্দা।
ভোট দিয়ে হুইল চেয়ারে করে বেড়িয়ে আসার সময় কথা হয় মা-ছেলের সাথে। মা জানান, ছোট বেলায় গাছ থেকে পড়ে কোমরের নিচ থেকে পঙ্গু হয়ে যায়। এরপর থেকে হুইল চেয়ারে চেলা-ফেরা তার। নির্বাচনের পরিবেশ দেখে খুশি শারীরিক প্রতিবিন্ধ ইমরান। খুশি মায়ের সাথে করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে।
বিকেলে রায়েরদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখা গেলো মায়ের সাথে ভোট দেখতে আসা এক দল শিশু দোলনায় খেলাধুলায় ব্যস্ত সময় পার করছেন। আর সন্তানদের খেলাধুলায় ব্যস্থ রেখে মায়েরাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে তাদের নিয়ে বাড়ি ফিরে যান।
জানা গেছে, ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৬৯৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫২৬ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ১৭১ জন। আর ওই পরিমান ভোটার ৯টি স্পটে ১৪টি ভোট কেন্দ্রে ৮৭টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্ধি প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।