মাহি লিখেছেন, ‘যখন আপনার ভেতরে প্রবল অনুভূতি আছে, যেটা ওপর থেকে আসা কোনো চিহ্ন, তাহলে সেই অনুভূতিটা বিশ্বাস করুন এবং ভালোবাসা অনুভব করুন।’
গত ২৪ নভেম্বর ওমরাহ করার উদ্দেশ্যে স্বামী রাকিব সরকারের সঙ্গে ঢাকা ত্যাগ করেন মাহি।সেখানের মরু অঞ্চলে রোমান্টিক ভঙ্গিমায় বিভিন্ন ছবিও শেয়ার করেন তারা।
সম্প্রতি দেশে ফিরেছেন মাহি। ফেরার কথা ছিল শুটিংয়ে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ নামের ওয়েব ফিল্মে যুক্ত হয়েছিলেন তিনি। তবে বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহি জানান, এই সিনেমা করছেন না। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন।
এই সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। তার সঙ্গেই মাহির যুগলবন্দি হওয়ার কথা। কিন্তু সেটা আর হচ্ছে না।
ভোরের পাতা/কে