শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রথমে ‘লিভ টুগেদার’ এখন ‘সাফাই’ গাইছেন সুবাহ!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:৫৪ পিএম আপডেট: ২৭.১২.২০২১ ২:৫৬ PM

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ইলিয়াস। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। এদিকে দ্বিতীয় স্ত্রী ডিভোর্স না দিয়েই বিয়ের অভিযোগ উঠেছে ইলিয়াসের বিরুদ্ধে।

সুইডেন থেকে সাংবাদিকদের কাছে এ অভিযোগের কথা জানিয়েছেন গায়কের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ। তার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন ইলিয়াসের বর্তমান স্ত্রী মডেল সুবাহ।
 
তিনি বলেছেন, একজন পুরুষের যদি ক্ষমতা থাকে তাহলে সে একাধিক বিয়ে করতে পারে। রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকসহ ৪০ জনকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।

সুবাহ লেখেন, ইলিয়াসের ডিভোর্স লেটার দেখেই সম্পর্কে জড়িয়েছিলাম আমি। কারিন ও তার মা সুকন্যা দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে, আমরা দুজন বিয়ে করবো। এটা ২ মাস আগের ঘটনা। এখন তারা অস্বীকার করছেন, কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলছেন। আমার কাছে প্রমাণ আছে যে, তাদের ইনফর্ম করেছিলাম আগেই। আর যদি কোন পুরুষের ক্ষমতা থাকে বউ পালার, সে একের অধিক বিয়ে করতে পারে।

তিনি বলেন, এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি জানি, ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিলো। কারণ হলো, ওই বিয়ের কোনো লিগ্যাল কাবিননামা নেই।

এদিকে সুবাহ আর ইলিয়াসের বিয়ে কথা সবার সামনে আসতেই কয়েকদিন আগে অভিনেত্রী বলেছিলেন, কোথাও তিনি বলেননি যে বিয়ে করেছেন। যেই ছবিটা ভাইরাল হয়েছিলো সেটা ছিলো একটা শুটিং এর ছবি। এমনই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী এখন ইলিয়াসের ব্যাপার নিয়ে কথা বলতে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, দুমুখো সাপ সুবাহ। 

এখানেই কাদা ছেটাছিটি এখনো শেষ হয় নি। এদিকে গায়ক ইলিয়াসকে ফাঁদে ফেলে মডেল সুবাহ বিয়ে করেছেন বলে দ্বিতীয় স্ত্রীর কাছে জানিয়েছেন ইলিয়াস। তার দ্বিতীয় সুইডেনের স্টকহোমে বসবাস করেন। 

প্রসঙ্গত, ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসিরের আলোচিত সেই ‘সাবেক প্রেমিকা’-কে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com