প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৩:১৭ পিএম আপডেট: ২৭.১২.২০২১ ৩:২১ PM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, চলতি মাসের ৩০ তারিখে প্রধান বিচারপতি অবসরে যাবেন। এরপর নতুন বিচারপতি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার মতামত দিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন। এরপরই চিকিৎসার বিষয়ে বলা যাবে।