প্রকাশ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৫:৪০ পিএম

দুই দিন আগেই হকিতে ভারতের কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। তবে তার প্রতিশোধ নিতে বেশি দেরি করেনি লাল-সবুজেরা। তবে তা হকিতে নয়, ফুটবল মাঠে। সাফ অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ নারী ফুটবল দল ১-০ গোলে হারিয়েছে ভারতকে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
হাইভোল্টেজ ম্যাচের ষষ্ঠ মিনিটে বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন তহুরা খাতুন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার। শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি ভারতের মেয়েরা। এ জয়ে টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের।
এ জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে পাঁচ দলের টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মারিয়া মান্ডার দল। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল।
ভারত তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের থেকে পেছনে। নেপালের চার পয়েন্ট। নেপাল আজ ভুটানের সাথে জিতলে সাত পয়েন্ট হবে। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ ফাইনালে। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও ফাইনাল খেলবে যদি ভারত পয়েন্ট হারায়।
আগামী রবিবার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
ভোরের পাতা/কে