প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১০:০৯ পিএম

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশীপ হকি প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এবারের আসরের ফাইনাল খেলাটি ডিএমপি একাদশ বনাম এপিবিএন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ডিএমপি ২-০ গোলের ব্যবধানে এপিবিএনকে পরাজিত করে।
এসময় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ হকি ক্লাব।
এছাড়াও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য, পুলিশ হেডকায়ার্টার্স, ডিএমপি, এপিবিএন, নৌ পুলিশ সহ বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।