প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৭:১০ পিএম

সারাদেশে করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমন বেড়ে যাওয়ায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে কতিপয় বিধি নিষেধ আরোপ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর বিস্তার রোধে লকডাউনের প্রথম দিনে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন স্থানে সকাল থেকেই অবস্থান করছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০১জুলাই) বৃষ্টির মধ্যেই সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ ইউএনও আব্দুল হালিমকে মাঠে টহল দিতে দেখা যায়।
সরকার ঘোষিত সাত দিনের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে আগে থেকেই প্রচার প্রচারণা চালিয়েছে মান্দা উপজেলা প্রশাসন। এছাড়া এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা জুড়ে জরিমানাসহ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহন দেখা গেছে মান্দা উপজেলা প্রশাসনকে।
এবিষয়ে মান্দা উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, বৃষ্টির মধ্যেই সকাল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সাত দিনের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছি। সেই সাথে মাইকিং সহ বিভিন্ন মাধ্যমে মানুষকে ঘরে থাকার বার্তা দিচ্ছি আমরা। দিনব্যাপী এ টহল অব্যাহত থাকবে। সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন।
ভোরের পাতা/পি