প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৬:৫৮ পিএম আপডেট: ০১.০৭.২০২১ ৭:০২ PM

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে শরীয়তপুর সদর উপজেলায় মাঠে নেমেছে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইয়ের নেতৃত্বে পুলিশের একটি টহল দল পালং শহরের চৌরঙ্গীর মোড়, আঙ্গারীয়া, পালং বাজার ও শহরের বিভিন্ন এলাকায় টহল দেয়। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন এবং জরিমানাও করা হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার ১ জুলাই হতে আগামী বুধবার ৭ জুলাই পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, বৃহস্পতিবার থেকে যেহেতু লকডাউন ঘোষণা করেছে সরকার তাই শরীয়তপুর সদর উপজেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত থেকেই আমরা বিভিন্ন বাজার ও সড়কে টহল জোরদার করে মানুষকে সচেতন করেছি। বৃহস্পতিবার টহল আরও জোরদার করা হয়েছে। কোনো মানুষ যেন প্রয়োজন ছাড়া বের হতে না পারে সে বিষয়ে কাজ করছি আমরা।
ভোরের পাতা/পি