প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫২ পিএম
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্য পরিচয়ধারী তনুজা ইসলাম (২৭) এবং জাহাঙ্গীর আলমকে (২৯) আটক করেছে র্যাব।
কুষ্টিয়ার কোটপাড়া এলাকা থেকে ভুয়া এই এনএসআই সদস্যদের আটক করে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান।
আটককৃতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচের কোল গ্রামের কাজী ইকরামুল হকের স্ত্রী তনুজা ইসলাম এবং সিদ্ধি এলাকার আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে গোপন এক সংবাদের ভিত্তিতে শহরের কোটপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১২। এ সময় তনুজা ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দুইজনকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এ সময় তাদের কাছ থেকে এনএসআই এর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় সরকারি কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করার অপরাধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।