প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম

সোমবার সকাল ১১ টায় বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) পরীক্ষা ভবনের ১০৩ নম্বর কক্ষে পূবালী ব্যাংক লিমিটেড বরিশাল শাখার উদ্যোগে অন্তর্ভূক্তিমূলক জনআকাঙ্ক্ষার ডিজিটাল ব্যাংকিং শীর্ষক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শপথ করেন মুহাম্মদ মোশাইদুল্লাহ ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিজিওন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, অধ্যক্ষ সরকারি বিএম কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু তাহের মোঃ রাশেদুল ইসলাম, উপাধ্যক্ষ সরকারি বিএম কলেজ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মোসাব্বির হোসাইন তালুকদার সহকারী মহাব্যবস্থাপক পূবালী ব্যাংক পি এল সি হেড অফিস ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন ইদ্রিসুর রহমান, বরিশাল হেড অফ ব্রাঞ্চ সহকারী মহাব্যবস্থাপক।
সেমিনারে বক্তারা বলেন,পূবালী ব্যাংক গণমানুষের ব্যাংক এ ব্যাংক সর্বদা গণমানুষের স্বার্থে কাজ করে আসছে।
আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ফিনান্সিয়াল লিটারেসি নিশ্চিত করা। বক্তারা আরো বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের আর্থ - সামাজিক উন্নয়নে পূবালী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রযুক্তি নির্ভর সেবা প্রবর্তনের ফলে জনগণ সহজে ও নিরাপদে ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, অধ্যক্ষ সরকারি বিএম কলেজ।
আয়োজকরা বলেন, পূবালী ব্যাংক সর্বদাই সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।