শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

আজ শনিবার (২৭ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মোস্তফা জামাল।

বৈঠকের বিষয় তুলে ধরে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’

জাতীয় সংলাপ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে আজ জাতীয় পার্টিসহ (কাজী জাফর) ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সম্ভাব্য তারিখ জানানোর দাবি করে আসছে।

এই আবহে আজ ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী টার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ জানাবেন বলে জানা গেল।

আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে রমজান শুরু হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সংস্কার কাজের পর্যাপ্ত অগ্রগতি হলে রোজার আগেই নির্বাচন করা সম্ভব।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের তিনটি প্রধান এজেন্ডার মধ্যে রয়েছে- জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু জাতীয় নির্বাচন।

ইতিমধ্যে গণহত্যার বিচারকাজ শুরু হয়েছে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বেশ কিছুটা এগিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা রাজনৈতিক দল ও দেশের সব শ্রেণির মানুষের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com