বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ক্ষমতার জন্য হাসিনা দেশকে জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়েছিল: হাবিব-উন-নবী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:০৯ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সারা বাংলাদেশকে জল্লাদের মঞ্চ বানিয়েছিলো শেখ হাসিনা। ক্ষমতার জন্য এমন কোনো জঘন্য কাজ নেই যা তিনি করেননি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে নিহত সকল শহীদদের স্মরণে মাসব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয়সহ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
তিনি বলেন, পৃথিবীর কোনো স্বৈরাচার নির্লজ্জভাবে বলেনি আমার শুধু ক্ষমতা দরকার। হাসিনা হচ্ছে সেই স্বৈরাচার যিনি নিজ মুখে বলেছেন আমার শুধু ক্ষমতাটা দরকার। মানসিকভাবে অসুস্থ হলে মানুষ এই ধরণের কথা বলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলার আয়োজনে দিনব্যাপী রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ও পিজি হাসপালের রেজিস্টার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন। 

শেক্সপিয়ারের একটা গল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, লেডি ব্ল্যাক বেইল ছিলো ক্ষমতাশীল নারীদের একটি উদাহরণ। ক্ষমতার জন্য যিনি তার আপন স্বামীকে হত্যা করেছেন। ক্ষমতার জন্য যিনি ডাইনিদের কাছে গিয়েছেন। ক্ষমতার জন্য লেডি ব্লাক বেইল সব করেছেন। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব করেছেন। সারা বাংলাদেশকে তিনি আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছেন। একের পর এক চুক্তি করে বাংলাদেশে সার্বভৌমত্বকে শূন্যের কোঠায় নিয়ে গেছেন।

এছাড়াও শেখ হাসিনার আমলে অন্য দলের নেতাকর্মীদের বাসায় গিয়ে আওয়ামী পুলিশ বাহিনী তাদের বাবা-মা, ছোট ছোট বাচ্চাদেরকে হুমকি দিতো। হত্যা, গুম, কারাভোগ ও নানা অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন তিনি।  

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. এ কে এম মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলমসহ ড্যাবের বিভিন্ন চিকিৎসক ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com