রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ   ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ   হাদিকে গুলি করার প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ   ঝিকরগাছায় জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধ, কবরস্থান দখলের পর স্থাপনা নির্মাণে বাধা    
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
আর কত সুযোগ পাবেন লিটন!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:৩০ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৬:৩২ PM

আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন। এরপর ঘরোয়া লিগেও বলার মতো পারফরম্যান্স করতে পারেননি। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে আচমকা ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে যান এই ব্যাটার। মাঝে পেয়েছেন টি-টোয়েন্টির নেতৃত্বও।

বিসিবির আস্থার জায়গায় থাকলেও ঘুরে ফিরে সেই ব্যর্থতার বৃত্তেই আটকা আছেন লিটন। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন উঠছে, কোনো প্রসেসে তাহলে ওয়ানডে দলে লিটন। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার দিনে একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

‘শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন’ —লিটনকে দলে নেওয়ার ব্যাপারে লিপু এমনভাবেই বলেছিলেন। 

তবে এমন কথা বলার দিন দশেক পার না হতেই আবারও ব্যর্থ লিটন। গতকাল কলম্বোতে প্রথম ওয়ানডেতে চার বল খেলে রানের খাতাই খুলতে পারেননি। সেটাও আবার চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে। লিটনের সবশেষ ১০ ওয়ানডের ইনিংস দেখলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তার সামর্থ্য নিয়ে। 

শেষ ১০ ইনিংসে লিটন করেছেন ৩৫ রান। যার মধ্যে ৪ ম্যাচে রয়েছে আবার ডাক। তার মতো এমন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরম্যান্স আসলেই কেউ আশা করেন না। বিসিবির এক পরিচালকও হতাশা লুকোতে পারলেন না। লিটন প্রসঙ্গে জানতে চাইলে বললেন, ‘কিছুই বলার নেই আসলে। সিনিয়ররা যদি এখনো দলের হাল ধরতে না পারেন তাহলে আর কবে?’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলছিলেন, 'এই অভিজ্ঞ ক্রিকেটার যদি এমন ফিল করে (ক্রিকেট খেলে)। এটা তো বলার কিছু নেই কথাটা হচ্ছে, কিছুই বলার নেই। ব্যাট হাতে ধারাবাহিকতার এতই অভাব।'

ক্রিকেটারদের আউট অব ফর্ম হতে পারে যে কারণে অনুশীলনে মনোযোগ বাড়ানোর পরামর্শ এই পরিচালকের, 'আউট অফ ফর্ম হতে পারে। তখন অবশ্যই অনুশীলনের দিকে মনোযোগটা বেশি বাড়াতে হবে। যে রকমটা মুশফিক করে থাকে। এ ছাড়া ঘরোয়াতে ভালো খেলার পরেও আন্তর্জাতিকে এসে অনেকে ভালো খেলতে পারে না। তরুণরাও ভালো করতে পারছে না।’

লিটনের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে সেই পরিচালক বলেন, 'এখনো লিটনের সাথে কোনো কথা হয়নি, এমন ব্যাটিং খুবই হতাশজনক। আমরা স্পিন বল খেলতে পারি না, বাউন্সার খেলতে পারি না, তাহলে কি খেলতে পারি?'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com