প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ২:২৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে দলটি।
রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচিতে ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে। ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে এই পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এই সময়ে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজখবর নেবেন। এরপর ঢাকায় ফিরবেন তারা।
শহীদ আবু সাঈদের শাহাদাৎ দিবস ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালেন কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এতে আবু সাঈদসহ অন্যান্য শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।
৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালনের কথা জানিয়ে তিনি বলেন, যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্টকে 'ছাত্র-জনতার মুক্তি দিবস' উদ্যাপনের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হবে।
দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।
মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে, সদস্য সচিব হিসেবে রয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।