বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নুরুল হুদাকে হেনস্তা : স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:২৮ পিএম

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জুতার মালা পরানোসহ মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের তিন জনকে জামিন দিয়েছেন আদালত। 

বুধবার (২৬ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহের আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও একই থানার যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম।

এদিন আসামি মোজাম্মেল হক ঢালী ও কাইয়ুম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এ ছাড়া কারাগারে আটক আসামি হানিফের পক্ষেও জামিন চাওয়া হয়। মোজাম্মেল ও কাইয়ুমের আইনজীবী এনামুল হক শুনানিতে বলেন, তারা নির্দোষ, নিরপরাধ। ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন। হয়রানি করতে তাদের মামলায় জড়িত করা হয়েছে।

তারা ভিকটিমের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। অন্যথায় বিক্ষুব্ধ জনতা ভিকটিম মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হতেন। দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন।

তাদের বিরুদ্ধে অপরাধ জামিনযোগ্য ধারার। পরে হানিফের পক্ষে তার আবদুল ফারুক বলেন, এ আসামি সম্পূর্ণ নির্দোষ। ঘটনার সঙ্গে জড়িত নন। ভিকটিমকে রক্ষা করতে সেখানে যান। ভিকটিমকে হেনস্তার সঙ্গে জড়িত নন।

শুনানি শেষে আদালত তাদের ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনে। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নুরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান ২৪ জুন মামলা করেন। এ মামলায় হানিফকে গ্রেপ্তার দেখিয়ে ২৫ জুন তাকে আদালতে পাঠানো হয়। ওই দিন তাকে কারাগারে পাঠানো হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com