সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির বিচার শুরু   নিহত সোহাগকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ: প্রেস উইং   ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা   আজ থেকে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে   শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লিটন   বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল   আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হামলার পর ইরানের ‍‍‘শাসনব্যবস্থা‍‍’ নিয়ে নতুন ষড়যন্ত্র ট্রাম্পের!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:২৮ পিএম

ইরানে মার্কিন সামরিক হামলার পর আবারও ইরানের শাসন ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া একটি পোস্টে ট্রাম্প প্রশ্ন তুলেছেন, যদি ইরান ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসন ব্যবস্থা পরিবর্তন করা হবে না।

সোমবার (২৩ জুন) ট্রাম্পের পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

পোস্টে ট্রাম্প লিখেছেন,‘শাসন পরিবর্তন’ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নাও হতে পারে, কিন্তু যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে ব্যর্থ হয়, তাহলে পরিবর্তন আসা কেন অপরিহার্য নয়?

তিনি পোস্টের শেষে ‘MIGA!!!’ শব্দটি যোগ করেছেন, যা তার পরিচিত ‘Make America Great Again’ (MAGA) স্লোগানের ধারাবাহিকতায় ‘Make Iran Great Again’ নির্দেশ করে।

এর আগে ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বাহিনী ইরানের ফোর্ডো, নাতানজ ও ইসফাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ফোর্ডোতে ছয়টি বাংকার-বাস্টার বোমা ফেলা হয় এবং নাতানজ ও ইসফাহানে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল হামলা চালানো হয়।

এই হামলার ঘটনা ১৩ জুন থেকে মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক হামলার উত্তেজনার সর্বশেষ পর্যায়ের অংশ। অন্যদিকে, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক মিসাইল হামলা চালাচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

ট্রাম্পের এই পদক্ষেপে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। এই হামলার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কা করেছেন অনেক বিশ্বনেতা। হামলার পরপরই নিন্দাও জানিয়েছেন অনেকে। কেউ কেউ সমাধানের পথ খোঁজার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে সাফ জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।

সরকারি বার্তা সংস্থা ইরিনা এক প্রতিবেদনে জানিয়েছেন, আলাপে পেজেশকিয়ান বলেন, “আমেরিকানদের অবশ্যই তাদের আগ্রাসনের জবাব দিতে হবে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com