শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইরানে কয়টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:০৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এ হামলা চালায় মার্কিন বাহিনী। 

মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোরদোতে ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান অভিযান চালায়। প্রতিটি বিমান থেকে দুটি করে মোট ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়।

অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় ৩০টি ‘টিএলএএম’ ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলো। পাশাপাশি, একটি বি-২ বিমান নাতাঞ্জে আরো দুটি বাংকার বাস্টার বোমা ফেলেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন।

তেহরান বলছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি—এনপিটি’র সরাসরি লঙ্ঘন। দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না।

ফলে বিস্ফোরণের ফলে তাৎক্ষণিক কোনো পারমাণবিক ঝুঁকি তৈরি হয়নি বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখ ইসরায়েল প্রথম ইরানের ভেতরে বিমান হামলা চালায়। এরপর থেকেই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এবার মিত্র ইসরায়েলের পক্ষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com