বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৫৫ পিএম

বৃষ্টিতে যখন প্রথম সেশন অকালে শেষ হয়ে গেল, তখন থেকেই অপেক্ষা ছিল বাংলাদেশ কখন ইনিংস ঘোষণা করবে। তবে সেটা যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পরই হচ্ছে, তাতে কোনো সন্দেহ ছিল না। শেষমেশ হয়েছেও তাই। বাংলাদেশ অধিনায়ক ইতিহাস গড়েছেন সেঞ্চুরি করে। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের ওপর। এরপরই বাংলাদেশ করেছে ইনিংস ঘোষণা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে তুলেছে ২৮৫ রান। তাতে দলের লিড গিয়ে ঠেকেছিল ২৯৫ রানে। এরপর ইনিংস ঘোষণা করায় শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়াল ২৯৬ রানের। হাতে অবশ্য ওভার বেশি নেই। সব মিলিয়ে সর্বোচ্চ খেলা হতে পারে ৩৭ ওভার।

গল টেস্টে দিনের শুরুতে সব ধরনের সম্ভাবনার রাস্তা খোলা ছিল। এই টেস্টটা বাংলাদেশ জিততে পারে, আর এটার সম্ভাবনাই ছিল বেশি। কম হলেও শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা একেবারেও কম নয়। দুই পক্ষের এই টেস্ট ড্রও হতে পারে। হয়ে যেতে পারে টাইও।

তবে সব সম্ভাবনার চাবিকাঠিটা বাংলাদেশের হাতে ছিল। মানে বাংলাদেশ না চাইলে এখান থেকে এক ফলাফলের অন্যথা হওয়া খুব একটা সম্ভব নয়, অবশ্য অতিমানবীয় কিছু হয়ে গেলে সেটা ভিন্ন কথা। 

বাংলাদেশের চালকের আসনে থাকার বড় কারণটা ছিল মুশফিকুর রহিমের সঙ্গে মিলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ এক জুটি। প্রথম ইনিংসে রেকর্ড ছুঁইছুঁই ২৬৪ রানের জুটি গড়েছিলেন চতুর্থ উইকেটে। তেমন রেকর্ড না হলেও দ্বিতীয় ইনিংসে দুজন মিলে এই চতুর্থ উইকেট জুটিতেই যোগ করেছেন ১০৯ রান। আর সেটাই লঙ্কানদের জেতার আশা কমিয়ে দিয়েছে অনেকখানি। 

তাদের সে জুটি ভাঙে মুশফিকের রানআউটে। এরপর বৃষ্টি নামে ঝমঝমিয়ে। প্রায় আড়াই ঘণ্টা নেই হয়ে গেছে বৃষ্টির কারণে। তা শেষে খেলা শুরু হতেই পরিষ্কার ছিল বাংলাদেশের অভিপ্রায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, এরপর দ্রুত কিছু রান তুলে ইনিংস ঘোষণা করা। 

তার আগেই অবশ্য বাংলাদেশ দুটো উইকেট খুইয়েছে। লিটন দাসকে অবিশ্বাস্য এক বলে আউট করেছেন থারিন্দু রত্নায়েকে। এর একটু পর প্রায় একই রকমের এক বলে জাকের আলীকেও স্টাম্পিংয়ের শিকার বানিয়েছেন তিনি। 

শান্ত সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন একটু পর। সেঞ্চুরিটা পেয়েই তিনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন গলে। ১৯০ বলে সেঞ্চুরিটা করার পর তিনি ইনিংস ঘোষণার আগ পর্যন্ত খেলেছেন ৯টি বল, এখানে রান এসেছে ২৫টি। তিনটি ছক্কা হাঁকিয়েছেন এ সময়ে। এরপরই বাংলাদেশ ইনিংসটা ঘোষণা করে। লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রানের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com