বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ছাড়াও চলবে বিশ্ব: চীনের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:১০ পিএম

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ বিবৃতিতে তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার কারণে ‘মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি’ পেয়েছে, যা চীনের জন্য গভীর উদ্বেগের বিষয়।

চীন-মধ্য এশিয়ার দুই দিনের শীর্ষ সম্মেলনে কাজাখস্তানের রাজধানী আস্তানায় এসব কথা জানান শি জিনপিং। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের আগ্রাসী হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে।”

শি জিনপিং তার বার্তায় অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের পতনের ইতিহাস তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, প্রায় ১০০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ববাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল এবং পৃথিবীর ২০ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করত। এছাড়াও ২০০ বছর আগে ফ্রান্স ইউরোপে প্রভাব বিস্তার করেছিল এবং ৪০০ বছর আগে স্প্যানিশ সাম্রাজ্য ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। তবে সব সাম্রাজ্য শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে।

তিনি যোগ করেন, “ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়। যুক্তরাষ্ট্র যদি বিশ্বে সম্মান হারায়, তবে তারাও সেই ফল ভোগ করবে। বিশ্ব সর্বদা এগিয়ে চলে।” শি জিনপিং যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে সম্মান হারানোর আগে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রে জানা গেছে, শি জিনপিং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, “চীন অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। সামরিক সংঘাত কোনো সমস্যা সমাধান নয়, বরং এটি উত্তেজনা বাড়িয়ে দেয় যা আন্তর্জাতিক স্বার্থের পরিপন্থি।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com