প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:১৮ AM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ইয়ারব হোসেন নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি সাতক্ষীরায় দৈনিক মানবজমিনের সাবেক প্রতিনিধি ও সমাজের আলো নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন। সাংবাদিকতার বাইরে ইয়ারব হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ইয়ারব হোসেনকে মিথ্যা স্বাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছিল। ওই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ একাধিক নেতার দীর্ঘ মেয়াদে সাজা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়ারব হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।