শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চোখ বেঁধে ফ্রিজার ঘরে ফেলে রাখা হয় অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম

ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতা হামদান বল্লালকে অপহরণের একদিন পর মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের একটি সামরিক ঘাঁটিতে তাঁকে আটকে রাখা হয়েছিল। এ সময় তিনি ইসরায়েলিদের হাতে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। সারাক্ষণ তাঁর চোখ বাঁধা ছিল, এমনকি বরফের মতো ঠান্ডা একটি ফ্রিজার ঘরে বন্দি করে রাখার কথাও বলছেন।

সোমবার (২৪ মার্চ) ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা। এ সময় তারা ‘নো আদার ল্যান্ড’খ্যাত নির্মাতাকে তুলে নিয়ে যায়। প্রথমে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী (কয়েকজন মুখোশধারীও ছিল) হামদানের ওপর হামলা করে, এরপর সৈন্যরা এসে তাঁকে আটক করেছিল। কিন্তু আটকের পর তাঁর কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। ২৪ ঘণ্টা পর ছাড়া পান তিনি।

অবশেষে কানের মঞ্চে সেই ‘দণ্ডপ্রাপ্ত’ ইরানি নির্মাতাঅবশেষে কানের মঞ্চে সেই ‘দণ্ডপ্রাপ্ত’ ইরানি নির্মাতা
সামাজিক মাধ্যম এক্স’র এক পোস্টে নো আদার ল্যান্ড তথ্যচিত্রটির আরেক পরিচালক যুবাল আব্রাহাম লেখেন, ‘সারারাত হাতকড়া পরিয়ে সামরিক ঘাঁটিতে মারধরের পর হামদান বল্লাল এখন মুক্ত এবং পরিবারের কাছে বাড়ি ফিরতে চলেছেন।’

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে যে, তাদের সাংবাদিকরা হামদান এবং আরও দুই ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি কিরিয়াত আরবাতের একটি পুলিশ স্টেশন থেকে বের হতে দেখেছেন। এ সময় তাঁর মুখে ছিল আঘাতের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ।

মুক্তির পর পশ্চিম তীরের আল খালিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হামদান। বার্তা সংস্থা এপিকে তিনি জানান, তাঁকে একটি সেনা ঘাঁটিতে আটকে রাখা হয়েছিল এবং হিমায়িত এয়ার কন্ডিশনারের (এসি) নিচে ঘুমাতে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, ‘আমাকে ২৪ ঘণ্টা চোখ বেঁধে রাখা হয়েছিল।’

যোগ করে বলেন, ‘সারারাত ঠাণ্ডায় কাতরাচ্ছিলাম। ওটা একটা ঘর ছিল, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না... সৈন্যরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল শুনতে পাচ্ছিলাম।’

এই নির্মাতা আরও জানান, নিজের গ্রাম সুসিয়ায় আক্রমণের সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাঁর মাথায় ‘ফুটবলের মতো’ লাথি মারছিল।

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য তাৎক্ষণিকভাবে হামদানকে নির্যাতনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে, গ্রামে হামদানের হামলাকারী হিসেবে চিহ্নিত শেম তোভ লুস্কিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন। এপিকে বলছেন, তিনি জানতেন না যে হামদান অস্কারজয়ী!

ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে অপহরণ করেছে ইসরায়েলফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে অপহরণ করেছে ইসরায়েল
চলতি মার্চের শুরুতে ‘নো আদার ল্যান্ড’ যখন অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছিল, তখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার আলোকিত করেছিলেন হামদান বল্লাল ও তাঁর সহকারী তিন নির্মাতা। তথ্যচিত্রে তাঁরা ইসরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com