প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:৫১ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
আলোচনা সভায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ দক্ষিণ ভূমি সহকারী কমিশনার শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ মডেল ভূমি সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার, বীর মুক্তিযোদ্ধা মঙ্গল খান, বীর মুক্তিযোদ্ধা নিয়ামত উল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আব্দুল গনি, সহসাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজা, কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার।
সভাপতির বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন,অত্যান্ত শ্রদ্ধার সাথে সরণ করি তাদের, যারা নিজেদের প্রান দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাদের নাম অম্লান হয়ে থাকবে যুগ যুগান্তরে। আমি একজন মুক্তি যোদ্ধার সন্তান। বাবার স্মৃতিচারণ আমি করতে পারি না। চোখে জল চলে আসে।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য তিনি আরো বলেন আপনারা জাতীর শ্রেষ্ট সন্তান। আপনাদের কাছে আরো অনেক কিছু শিখার ও জানার আছে। দিবসটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।