শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
টেস্ট ড্রাইভের নামে দামি গাড়ি ছিনতাই: জীপ ও বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১
রনি মজুমদার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:৪৫ পিএম

রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে দামি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে টয়োটা হেরিয়ার জীপ, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কীভাবে ছিনতাই হয়?

থানা সূত্রে জানা যায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত "হইল ডিলস্" (বারভিডা-১৭৯১) নামের একটি গাড়ির শো-রুমের মালিক মাশরুর নাঈর (২৯) একজন জাপানিজ গাড়ির আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর।

গত ৭ মার্চ ২০২৫ বিকেলে এক ব্যক্তি তাকে ফোন করে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর ৮ মার্চ রাতে সেই ব্যক্তি গাড়ি দেখার জন্য মাশরুর নাঈরের বাসার গ্যারেজে যান এবং সঙ্গে আরও দুইজন ছিলেন।

গাড়িটি টেস্ট ড্রাইভের জন্য মাশরুর নাঈরের চাচাতো ভাই মো. পিয়াল মাহমুদকে সঙ্গে নিয়ে তারা রওনা দেন। কিন্তু রাত ৮:১৫টার দিকে শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে পৌঁছালে ছিনতাইকারীরা পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং জীপটি নিয়ে পালিয়ে যায়।

ছিনতাই হওয়া জীপের মূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা। ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে মামলা না করার জন্য এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার হুমকি দেয়।

এ ঘটনায় ৯ মার্চ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযান ও গ্রেফতার

শাহবাগ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে। এরপর ২৪ মার্চ ২০২৫ রাত ৩:১৫টার দিকে গুলশান থানার ৪১ নাম্বার রোডে অবস্থিত আমারি ঢাকা হোটেলের সামনে অভিযান চালিয়ে আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেফতার করে।

পেশাদার অপরাধী মাসুম

পুলিশ জানায়, আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। সে পেশাদার অপরাধী এবং এর আগেও একাধিক গাড়ি ছিনতাই ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে।

তার পদ্ধতি ছিল ছিনতাই করা গাড়ির মালিকদের কাছ থেকে টাকা দাবি করে গাড়ি ফেরত দেওয়া। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com