প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৫:৩৮ পিএম

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সামাজিক সংগঠন কমিউনিটি অব লক্ষ্মীপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর ফার্মগেট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতারে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. হারুনুর রশিদ, সি. যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মিল্ক ভিটার পরিচালক, আকরাম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন বাবু, মো. তারেক আজিজ ব্যবসায়ী, মো. ফরিদ ব্যবসায়ী এবং শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল।
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন মো. মিজানুর রহমান, মো. রাসেল, মো. বাবর হোসেন পিংকু, কেফায়েত হোসেন, আতিকুর রহমান মাসুদ, মো. সাকিব আদনান।
ইফতার মহফিলে সভাপতিত্ব করেন মো. পারভেজ হোসেন এবং সঞ্চালনা করেন আব্দুর রহমান।
এ সময় বক্তারা ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার সর্ব সাধারনের মধ্যে একটি মিলবন্ধন তৈরি করে একটি আর্দশ সংগঠন হিসেবে দেশ বাসির কাছে তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন এবং লক্ষ্মীপুর জেলা থেকে উচ্চ শিক্ষার জন্য আসা ছাত্র-ছাত্রীদের সহায়তা এবং উন্নত চিকিৎসা নিতে আসা রোগীদের সহায়তা করার ঘোষণা দেন।