রবিবার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১

শিরোনাম: মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ১৬৫ কোটি ডলার   আবরার হত্যার রায় ছাত্ররাজনীতির জন্য কড়া বার্তা   স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্র সচিব   রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা   রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা   রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধ নির্মাণ, সাংবাদিককে হুমকি!   রায়ে আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ঝিকরগাছায় মাদ্রাসাশিক্ষক বিল্লাল হোসেন একাই দুই পদে বহাল!
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৫১ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক বিল্লাল হোসেন একাই দুই পদে বহাল থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রিন্সিপাল হওয়ার খায়েস পূরণ করার লক্ষ্যে তিনি তথ্য গোপন করে এই অপকর্ম করেছেন বলে অভিযোগ উঠেছে।

চ্যঞ্চল্যকর এই তথ্য ফাঁস হওয়ায় সম্প্রতি মাদ্রাসার ২৮ জন শিক্ষক-কর্মচারির বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন এসব শিক্ষক-কর্মচারী। 

জানা গেছে, দুই পদের একটিতে নিজেকে মৌখিকভাবে অব্যহতির দাবি করলেও কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি। 

এদিকে, ছুটির দিনে মাদ্রাসায় গোপনে ভুয়া কাগজপত্র তৈরি করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় সংবাদিকদের একটি টিম সরেজমিনে শ্রীরামপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, পবিত্র রমজানের ছুটি থাকলেও ভাইস প্রিন্সিপাল ও সহকারী অধ্যাপক (আরবি) একাই দুই পদের দায়িত্বে থাকা মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক (কৃষি) নজরুল ইসলাম ও অফিস সহকারী আমীর হামজা অফিস খুলে কাজ করছেন।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত হাতে থাকা কাগজপত্র ফাইলের নিচে লুকিয়ে রাখেন। 

জানতে চাইলে ভাইস প্রিন্সিপল পদে থাকা বিল্লাল হোসেন বলেন, তিনি ২৪/১২/২০২২ সালে উক্ত মাদ্রাসার ভাইস পিন্সিপাল পদে নিয়োগ প্রাপ্ত হন। পরবর্তীতে ৩০/০১/২০২৩ তারিখে তিনি ভাইস প্রিন্সিপাল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু নিজের পদত্যাগপত্র বা কোনো রেজুলেশন দেখাতে পারেননি। বিষয়টি তখনকার ম্যানেজিং কমিটির দোহায় দিয়ে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 

জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ভুপালী সরকার বলেন, গত বছর ২০ অক্টোবরে তিনি উক্ত মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলেন। তখন বিল্লাল হোসেন নিজেকে ভাইস প্রিন্সিপল পরিচয় দিয়েছিলেন।

অথচ এখন তিনি উক্ত পদ থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন। অথচ সেদিন উল্লেখিত মাদ্রাসায় ভাইস প্রিন্সিপল পদ বাদে ১১টি পদ শূন্য রয়েছে জানালেও এখন ১২ পদ শূন্য দেখানো হচ্ছে। 

শূন্য পদগুলো হলো, ভাইস প্রিন্সিপল একজন, আরবি প্রভাষক একজন, তথ্যপ্রযুক্তি শিক্ষক একজন, বিজ্ঞান প্রভাষক একজন, সহকারী মৌলভী ২জন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান একজন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন, এবতেদায়ী প্রধান একজন, এবতেদায়ী প্রধান একজন, এবতেদায়ী মৌলভী একজন, এবতেদায়ী ক্বারী একজন। 

ফলে বিল্লাল হোসেন সেসময় পদত্যাগ করেছেন সেই রেজুলেশনসহ পদত্যাগপত্র চাওয়া হয়েছে বলেও উপজেলা নির্বাহী অফিসার জানান।

জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক কিডনী, লেবারসহ নানা জঠিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার সুযোগে ৫আগষ্ট পূর্ববর্তী আওয়ামীলীগ সরকারের মদদপুষ্টদের ক্ষমতার দাপট দেখিয়ে বিল্লাল হোসেন একের পর এক দুর্নীতি অনিয়মসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদ্রাসার কোন শিক্ষক-কর্মচারী কথা বলতে সাহস পাননি। 

গুরুতর অসুস্থ বর্তমান প্রিন্সিপল না থাকলে ও আওয়ামী লীগ সরকার  ক্ষমতায় থাকলে তিনি সহসা ভাইস প্রিন্সিপাল পদ থেকে প্রিন্সিপাল হবেন। সে কারণে গোপনে ভাইস প্রিন্সিপল পদ থেকে পদত্যাগ করেও এতদিন রেজুলেশনভুক্ত করেননি বলে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও একাধিক অভিভাবক সূত্রে জানা গেছে। 

বিষয়টি তদন্তপূর্বক বিল্লাল হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও করেন এলাকাবাসী। 

এ বিষয়ে জানতে প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাকের মোবাইলে ফোন দেয়া হলে তিনি কিডনি ডায়ালাইসিসে রয়েছেন বলে জানান তার স্ত্রী।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের তৎকালীন সভাপতি ইউনিয়ন শফিকুল ইসলামের বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com