শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: চালনা নামাজপুর নেছারিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে এক জনের লাশ উদ্ধার   ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে   পাকুন্দিয়ায় গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্ত্রী-শাশুড়ি অভিযুক্ত   ৩২ ঘণ্টা পর গর্ত থেকে তোলা হল রাজশাহীর সেই শিশুকে   ‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স   ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতে ইসরায়েলিসহ ২ নারীকে গণধর্ষণ, সঙ্গের পুরুষকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১২:৫৩ পিএম

তিন পুরুষ পর্যটককে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দিয়ে নারীদের ওপর হামলা চালানো হয়, ছবি: সংগৃহীত

তিন পুরুষ পর্যটককে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দিয়ে নারীদের ওপর হামলা চালানো হয়, ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের হামপিতে গত বৃহস্পতিবার রাতে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দিয়ে নারীদের ওপর হামলা চালান। ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং বাকি দুইজন বেঁচে আছেন। 

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় হোমস্টে (পর্যটকের বিশ্রামাগার) অপারেটর। তারা তিন পুরুষ পর্যটকসহ হামপির সানাপুর এলাকায় একটি লেকের পাশে আকাশ পর্যবেক্ষণ করছিলেন। খবর বিবিসির

পুলিশ সুপার রাম আরাসিদি জানিয়েছেন, তিনজন হামলাকারী মোটরসাইকেলে এসে প্রথমে পর্যটকদের কাছে পেট্রলের খোঁজ করেছিলেন। এক পর্যটক তাদের পেট্রলের পাওয়ার পথ দেখিয়ে দেন। এরপর এক হামলাকারী ১০০ রুপি দাবি করেন, যা না পেয়ে তারা তর্ক শুরু করেন। এক পর্যটক ২০ রুপি দিলে হামলাকারীরা মারপিট শুরু করেন। পরে নারীদের ওপর হামলা চালান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুজন নারী ও তিনটি পুরুষ আক্রমণের শিকার হয়। নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক ও একজন ভারতীয় হোমস্টে অপারেটর ছিলেন। এছাড়া তিনজন পুরুষ পর্যটকের মধ্যে ছিলেন একজন আমেরিকান এবং বাকি দুজন ভারতীয়। নিহত একজন পুরুষ পর্যটকের লাশ কংসালপুর গ্রামের তুঙ্গভদ্রা নদীর খালে উদ্ধার হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের তদন্তে জানা গেছে, হামলাকারীরা আগেই পর্যটকদের অনুসরণ করেছিলেন। এরইমধ্যে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাকি অপরাধীদের খোঁজে অভিযান চালাচ্ছে।

এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এক পোস্টে বলেন, ইসরায়েলি পর্যটক ও হোমস্টে অপারেটরের ওপর হামলা একটি ঘৃণিত কাজ। পুলিশের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং তাদের দ্রুত অপরাধীদের ধরতে নির্দেশ দিয়েছি।

কর্ণাটকের একটি প্রাচীন গ্রাম হামপি; যা বিজয়নগর সাম্রাজ্যের নানা ধ্বংসাবশেষ ও মন্দিরের জন্য পরিচিত। এটি ১৯৮৬ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে।

ভারতে গত বছর কলকাতার একটি হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com