প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ১:৪৯ পিএম

‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত র্যালির নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও উপজেলা নির্বাচন অফিসার সৌমেন চন্দ্র ছন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, আইসিটি অফিসার মইনুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর অধ্যক্ষ এ এস এম মাহবুব উল-আলম মন্টুসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও বেশ কিছুসংখ্যক নতুন ভোটার।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার নতুন ভোটারদের ফুল দিয়ে বরণ করে নেন।