প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ১:৫২ পিএম

আইনশৃঙ্খলার দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে সুজনের মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার (১ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এ মানববন্ধন হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবির। বক্তব্য রাখেন, জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম টুটুল, অর্থ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলার সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, সম্পাদক জারিফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি জমসেদ আলী, সম্পাদক আব্দুল ওহাব, শিবগঞ্জ উপজেলা সুজনের সহ-সভাপতি আমিনুল ইসলাম সোনা, সম্পাদক একেএস রোকন,নাচোল উপজেলা সুজনের সভাপতি আব্দুর রউফ, সম্পাদক শাকিল রেজা, গোমস্তাপুর উপজেলার আহবায়ক নাহিদ ইসলামসহ অন্যরা।
জেলা সুজনের সহ-সভাপতি মাসুদুর রহমান ও তাসনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সুশীল সমাজের ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইসমাইল হোসেন, এ্যাড. সুজন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মাহিন খাঁন ও সাইমুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্র জনতার যে আকাঙ্খায় ৩৬ জুলাই ফ্যাসিস্টের পতন হয়েছে, তা কোনভাবেই বিফলে যেতে দেয়া যাবে না। গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে ছাত্র-জনতার দাবি 'সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা' তার প্রতিফলন ঘটানোর পর জাতীয় নির্বাচন দেয়ার জোর দাবি জানান বক্তারা।