শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হাসনাত আবদুল্লাহ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আন্দোলনে আমাদের সংহতি রয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণআতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। 

তিনি বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। বিষয়গুলো কি আমরা একনলেজ করছি। একই সাথে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সেটিকে একনলেজ করছি। সমাজের ছিনতাই বেড়ে গিয়েছে। গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত। সেটিকে পিলোপাসিং অর্থ্যাৎ  দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা, এ করেছে, ও করেছে, আমি করি নাই। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে ছিনতাইকারীকে ছিনতাইকারী রূপে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আহ্বান থাকবে। 

নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সরকারের বিপরীত অবস্থান সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায়, আমরা দেখেছি যে জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় সরকারে একটি প্রভাব বিস্তার করার। তাদের আত্মীয়-স্বজন ভাইকে দিয়ে উপজেলা চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব বিষয় একটা আধিপত্য রাখার চেষ্টা করা হয়। আমরা ফ্রি ফেয়ার পার্টিসিপেটারি নির্বাচনের কথা বলছি। সেই জায়গা থেকে আমাদের অতীতের যেই অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সুখস্মৃতি নেই।

হাসনাত আরও বলেন, আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে কিনা সেটির ফিল্ড পর্যবেক্ষণের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া উচিত। 

ছাত্র-জনতার বিভক্তির প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির যে বিষয়টি, যে প্রপাগান্ডার বিষয়টি সেটি ৫ আগস্টের আগেও আমাদের বিরুদ্ধে ছিল। আমরা টাকা খেয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছি,  ৪ আগস্ট আমরা দেশ ছেড়ে পালিয়েছি, সমন্বয় করে পালিয়ে গেছি। এই যে অভিযোগের বিষয়টি, সেটি অব্যাহত আছে। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা এসব আমলে নিচ্ছি না। বরং আমরা জাতির সংহতির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি। জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি। 

হাসনাত আরো বলেন, আমরা বিশ্বাস করি যে পলাতক  হাসিনার পুনর্বাসনের দিবাস্বপ্ন যে দেখছে সেটি কখনোই বাস্তবায়িত হবে না, যতক্ষণ জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রয়েছে। এ সময় ইসলামি বক্তা নাগাইশ দরবার শরিফের পীর মাওলানা মোশতাক ফয়েজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com