শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে সন্ধ্যা থেকে কম্বাইন্ড প্যাট্রলিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম

রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আজ সন্ধ্যা থেকে কম্বাইন্ড প্যাট্রলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, আজকের মিটিং খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো, পুরো ঢাকা শহরসহ যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা প্যাট্রলিং বাড়াব।

তিনি বলেন, এই প্যাট্রলিং আজ সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরে দেখতে পারবেন। কম্বাইন্ড প্যাট্রলিং চালানো হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নেভি- সবাই একসঙ্গে কম্বাইন্ড প্যাট্রলিং করবে।

তিনি আরও বলেন, অনেকগুলো জায়গায় চেকপোস্ট বসানো হবে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে। একই সঙ্গে ইন্টেলিজেন্স গেদারিং স্টেপআপ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্ট উইং, এজেন্সি আছে, তারা তাদের মতো করে গেদারিং বাড়াবে। আমরা সে অনুযায়ী অ্যাকশনে যাব।

শফিকুল আলম বলেন, ঢাকা খুবই যানজটপূর্ণ শহর। কোথাও কিছু ঘটলে সেখানে যেতে আইনশৃঙ্খলা বাহিনীর যেতে দেরি হয়। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত মোটরসাইকেল কেনা হবে যেন দুজন করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থলে যেতে পারেন।  

প্রেস সচিব জানান, আপাতত পুলিশের জন্য ১০০ মোটরসাইকেল নেওয়া হচ্ছে। পরে আরও ১০০ নেওয়া হবে। অন্যান্য বাহিনীর যারা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত, তাদের জন্যও কিছু নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ গত কয়েক দিনের পুরো পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। আজকের সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিলেন। এখানে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, নেভি, কোস্টগার্ড ও বিভিন্ন ইন্টেলিজেন্ট এজেন্সি ছিল। অনেকগুলো সিদ্ধান্ত এসেছে, আমি শুধু মেজরগুলো বললাম।

কমবাইন্ড প্যাট্রলিংটা কি শুধু ঢাকা সিটির জন্য, নাকি সারা দেশে পরিচালনা করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ঢাকা আমাদের সবার আগে। এরপর সারা দেশে আপনারা এটি দেখবেন। আজ সন্ধ্যা থেকে আগে শুরু করি, তারপর আপনারা দেখতে পাবেন। আগে শুরু হোক।  

নিদিষ্ট কোনো স্থান চিহ্নিত করা হয়েছে কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে ইন্টেলিজেন্ট গেদারিং হচ্ছে, আপনারা দেখতে পাবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব সহকারে নিচ্ছে বলেই আজকের সভা হয়েছে। আজ এখানে সবাই ছিলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করেন, তাদের সবার প্রতিনিধিরা ছিলেন। প্রতিটি সংস্থার যারা প্রধান, তারা প্রত্যেকেই আসেন। একটি উচ্চপর্যায়ের সভা হয়েছে।  

আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দিক থেকে কোনো অসহযোগিতা দেখেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এরকম কিছু দেখছি না। আমরা চাই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নত করতে। কারণ মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই।

হঠাৎ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হলো কেন, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, হঠাৎ করে.. আমরা বলছি তো আমরা ইন্টেলিজেন্স গেদার করছি। আজ তাদের প্রতিনিধিরাও ছিলেন। তারা আরও বিস্তারিত প্রতিবেদন দেবেন। আমরা গুরুত্বসহকারে এসব মনিটরিং করছি। আমরা আশা করছি আপনারা দৃশ্যমান উন্নতি খুব দ্রুত দেখতে পাবেন।

কক্সবাজার ইস্যুতে আজ কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, আমরা কক্সবাজারে এসপি ও সিকিউরিটি এজেন্সি আছে তাদের কাছ থেকে প্রতিবেদন চাচ্ছি, তারা আমাদের দিলে আপনারা জানতে পারবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com