প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩১ পিএম

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পাইলটফার্ম এলাকায় প্রবাসীর বাড়িতে আগুনে পুড়ে গেছে।
গতকাল রোববার সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টায় এ আগুনের দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিউল আলম ও তার স্ত্রী সালমা বেগম সৌদি প্রবাসী। সন্ধ্যা ৭.১৫টার ঘরের কোণায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে কল দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আগুন লাগার সময় বাড়িতে কোনো লোকজন ছিলো না। প্রবাসী রবিউলের বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন বিবি মেয়ের বাড়িতে থাকতেন। গত দুইদিন আগে সে তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান এবং আগুন ঘটনার সময় তিনি বড় মেয়ের বাড়িতেই ছিলেন।
আগুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পানছড়ি থানা ইনচার্জ মো. জসিম উদ্দিন ফোর্সসহ ঘটনাস্থল পৌঁছান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
পানছড়ি ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব জানান, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘনবসতি ও পানি সমস্যার কারণে একটু বেগ পেতে হয়েছে। প্রাথমিক ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।