প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৯ পিএম

যশোরের ঝিকরগাছায় বৈদ্যূতিক শটসার্কিটের আগুনে ৬লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া এলাকার আরমান-আরাফ ট্রেডার্সে।
জানা গেছে, আরমান-আরাফ ট্রেডার্সের প্রোপ্রাইটার সাইফুল ইসলাম রাত ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান।
এক পর্যায়ে রাত ১১টার দিকে তিনি প্রতিবেশীর মাধ্যমে খবরপান তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে।
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার মুদিমালামাল, চাল, ডাল, ভুষিমাল, গো-খাদ্যসহ বিভিন্ন প্রকার প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।
আগুনের উৎস সম্পর্কে জানতে চাইলে ঝিকরগাছা ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ নয়ন পাল বলেন, প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে।