শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ওয়াসার দুর্নীতির অন্যতম কারিগর প্রকৌশলী মমতাজুর রহমান
প্রদীপ বড়ুয়া জয়
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ৩:১৭ PM

ঢাকা ওয়াসার দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডিএসটিপি) প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মমতাজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও মমতাজুর রহমান রয়েছেন বহাল তবিয়তে। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওয়াসার এক উচ্চপদস্থ কর্মকর্তার সহকারী মমতাজুর রহমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাকে এখনও পালাতে হয়নি ওয়াসার দরবেশ নামে খ্যাত এই নির্বাহী প্রকৌশলী।  

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ডিএসটিপিতে একটি নির্দিষ্ট লক্ষ্যে এক উপদেষ্টার অভিভাবক পরিদর্শন করার পর থেকেই তিনি আরও শক্তিশালী হয়েছেন বলে মন্তব্য করেছেন ওয়াসা সংশ্লিষ্টরা।  

প্রকল্পটি পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালে অনুমোদিত ওই প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল ৩,৩১৭ কোটি টাকা, যা ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি পাওয়াসহ অযৌক্তিক কিছু ইস্যু দেখিয়ে পরবর্তীতে বাড়িয়ে প্রাক্কালিত ব্যয় দাঁড়ায় প্রায় ৩,৭১২ কোটি টাকা। প্রকল্পের উদ্দেশ্য ছিল গুলশান, বনানী, তেজগাঁও, মগবাজার, বাড্ডা, ধানমন্ডি ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার পয়োবর্জ্য পরিশোধন করে বালু নদে নিষ্কাশন করা। তবে, প্রকল্পের সঞ্চালন লাইন নির্মাণ না হওয়ায় বাসাবাড়ির পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে প্রকল্পটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হাতিরঝিলের পানি শোধন করতে বছরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হলেও প্রকল্পের মূল উদ্দেশ্য বাসাবাড়ির পয়ঃবর্জ্য শোধন বাস্তবায়িত হচ্ছে না। 

তাছাড়া সঞ্চালন লাইন (নেটওয়ার্ক) না থাকায় পরিশোধিত পানি বালু নদীতে ফেলা হচ্ছে, যা পরিবেশ দূষণ রোধের লক্ষ্য পূরণে ব্যর্থ। এতে ঢাকা ওয়াসা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাধারণ জনগণের রক্তঘামে দেওয়া ট্যাক্সের টাকাও অপচয় পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৩,৭০০ কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের যন্ত্রপাতি ক্রয়, জমি অধিগ্রহণে অতিরিক্ত ব্যয় দেখানো এবং প্রকল্পের নেটওয়ার্ক সংযোগ না করায় প্রকৃত সুফল না পাওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই প্রকল্পের বিরুদ্ধে। এছাড়াও প্রকল্পের বাৎসরিক ব্যয় প্রায় সবই অপচয় হচ্ছে বলেও বিশেষজ্ঞদের সমালোচনা করতে দেখা যায়। জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতার ও অযোগ্যতার তদন্ত করা প্রয়োজন।

ভোরের পাতার অনুসন্ধানে উঠে এসেছে, নির্বাহী প্রকৌশলী মমতাজুর রহমান দায়িত্ব পাওয়ার পর সায়েদাবাদ প্রকল্পে দুর্নীতির দায়ে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী কামাল উদ্দীনসহ তার বেশ কিছু ঘনিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীকে ডিএসটিপি প্রকল্পে স্বজনপ্রীতির মাধ্যমে এনে প্রকল্পটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে বলে অনেকেই মন্তব্য করেন। এই নির্বাহী প্রকৌশলী তার প্রকৌশল শিক্ষা জীবনের একজন ঘনিষ্ঠ বন্ধুকে তার এই প্রকল্পে পোস্টিং করে এনে তার অপকর্মে সামিল করেছেন বলেও অভিযোগ রয়েছে।


অনুসন্ধানে আরও দেখা গেছে, প্রকল্পের অনেক মালামাল বা যন্ত্রপাতি মেরামতের সুযোগ থাকলেও তিনি নতুন মালামাল কিনে থাকেন এমনকি, প্রায় প্রতিটি মালামালের দাম ২০ থেকে ১০০ গুণ টাকা বেশি দিয়ে ক্রয়ের অভিযোগ রয়েছে ওয়াসার দরবেশখ্যাত মমতাজুর রহমানের বিরুদ্ধে। 

আমাদের তদন্তে, মমতাজুর রহমানের একনিষ্ঠ ব্যক্তিদের একজন নবাবপুর ও ধোলাইখাল থেকে খালি চালানে ভুয়া বিল তৈরি করে অতিরিক্ত ব্যয় দেখানোর তথ্য পাওয়া গেছে। 
 
মমতাজুর রহমান ও তার দুর্নীতির অন্যতম পৃষ্ঠপোষকদের মাধ্যমে প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ‘স্বপ্নধারা’ আবাসন প্রকল্প তার নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও এই প্রতিষ্ঠানের  অধিকাংশ শেয়ার নিজের ও পরিবারের সদস্যদের নামে বলে জানা গেছে। এমনকি তিনি কেরানীগঞ্জ, আমিন বাজার ও আশুলিয়ায় বেশ কিছু জমি কেনাসহ আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি সরকারি গাড়ি ও ডিএসটিপিতে নিযুক্ত একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন। ঢাকা ওয়াসা থেকে বরাদ্দকৃত ঢাকা মেট্রো-ঘ-৬৮৫৯ গাড়িটি তার নিজের অফিসে চলাচলের জন্য ব্যবহারের জন্য ইস্যু করা হলেও সেটি মূলত ব্যবহৃত হয় তার পরিবারের জন্য এবং অফিসের কাজের জন্য বরাদ্দকৃত ঢাকা মেট্রো-ঠ-৭৯০০ গাড়িটিও তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন যে গাড়ি দুটি জ্বালানি এবং মেইনটেনেন্সের খরচ বহন করতে হয় প্রকল্পকে।

এছাড়া, তিনি ওয়াসার এক ডিএমডির সঙ্গে মিলে বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রকল্পের মালামাল সরবরাহ করেছেন। এমনকি, প্রকল্পের নামে তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য সরবরাহ করিয়ে আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। তার রয়েছে মোহাম্মদপুরের বসিলায় ৩,০০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্লাট, সাভারের আমিন বাজারে একাধিক প্লটের মালিক এই নির্বাহী প্রকৌশলী। বিগত সরকারের আশীর্বাদপুষ্ট এই নির্বাহী প্রকৌশলীর রয়েছে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র তার বিপুল অর্থ সম্পদ এবং প্রাচুর্য রক্ষার স্বার্থে সম্ভবত এই আগ্নেয়াস্ত্র জন্য অতীব জরুরি! সূত্রমতে জানা যায়, বিগত সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীর নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারিশেই এই নির্বাহী প্রকৌশলী খুব সহজে অস্ত্রের লাইসেন্স পেয়ে যান।

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের আমলে ওয়াসায় প্রায় ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাকসিম এ খান পদত্যাগের পরও তার ঘনিষ্ঠ সহযোগীরা ওয়াসায় প্রভাব ধরে রেখেছেন এবং মমতাজুর রহমান তাদের অন্যতম বলে অভিযোগ রয়েছে। ঢাকা ওয়াসার বর্তমান স্টাফ অফিসার গাজী হাবিবুল হায়দার এই দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীর ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তার অনেক অপরাধই একটু একটু করে ঢাকা পড়ে যাচ্ছে এবং এর পিছনে এই নির্বাহী প্রকৌশলীর বিপুল অবৈধ অর্থ কাজ করছে বলে সূত্র মারফত আমরা জানতে পেরেছি।

জনস্বার্থে দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে এই দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী এবং তার দোসরদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। বিশেষ করে এই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গভীর তদন্ত প্রয়োজন, যাতে জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং রাজধানীর পয়োবর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com