প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৯ পিএম

শতশত ছাত্র-ছাত্রীকে কাঁদিয়ে বিদায় নিলেন মেলান্দহ উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও আবেগাপ্লুত হয়ে যায়।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হল রোমে বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরকার আবুল হারেজ, সহকারী শিক্ষক আব্দুল কাদের বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মাষ্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক রকিবুল ইসলাম ১৯৮৬ সালে ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তার শিক্ষতা জীবনে কোন দাগ লাগতে দেন নি তিনি। পরবর্তীতে তার দক্ষতার ভিত্তিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
প্রধান শিক্ষক রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, দীর্ঘ সময় এ বিদ্যালয়ের সাথে যুক্ত ছিলাম, সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাকদের সাথে অনেক সময় কাটিয়েছি। তবে কখনো নিজ দায়িত্বে অবহেলায় করিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া সকল শিক্ষক ও শিক্ষার্থী মিলে তার জন্য দোয়া করেন।