
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের রুক্ষ জমিতে ফুল ফুটিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন সাদিকুল ইসলাম টুটুল। গত দশ বছর আগে অনেকেই আম বাগান করে সফলতা অর্জন করলেও কেউ ফুল চাষ করেননি। গোমস্তাপুর অঞ্চলের উদীয়মান কৃষক সাদিকুল ইসলাম টুটুলের আশা।
আগামীতে টিউলিপসহ বিভিন্ন ধরনের বিদেশি ফুল চাষ করার স্বপ্ন দেখছেন তিনি। এজন্য কৃষি অফিস থেকে বরাদ্দ পেয়েছেন সরকারি পলিনেট হাউজ। কৃষি বিভাগের সহযোগিতায় আমের রাজধানীতে দেশি-বিদেশি ফুল চাষে বিপ্লব ঘটবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলাম টুটুল। ভিন্ন কিছু করে চমক দেখানোর স্বপ্নে ২০১৭ সালে কয়েক বিঘা জমিতে ফুল চাষ শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে কৌশলগুলো রপ্ত করে ফুল চাষে সফলতা লাভ করেন তিনি। তখন থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ফুল সরবারহ শুরু করেন।
সবকিছু ঠিক চলছিল, তবে ২০১৯-২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় ফুল বিক্রি করতে না পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি তখন ১৫ বিঘা জমির গোলাপ, গাদাসহ বিভিন্ন ধরনের ফুল বিক্রি করতে পারেননি।
তারপরও থেমে থাকেননি সাদিকুল ইসলাম টুটুল। ক্ষতি পুষিয়ে নিতে আবারো ১০ বিঘা জমিতে ফুল চাষ শুরু করেন তিনি। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তার ফুলবাগানে কাজ করেন কয়েকজন যুবক। টুটুলের সাফল্য দেখে ফুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই।
চলতি বছর ২১ ফেব্রুয়ারিতে বিক্রির উদ্দেশ্যে কয়েক রকমের গোলাপ, গাদা, জারবেরা উৎপাদন করেছেন টুটুল। কয়েক লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।
শ্রমিকরা জানিয়েছেন, সাদিকুল ইসলাম টুটুলের ফুলবাগানে কাজ করে তাদের বেকারত্ব ঘুচেছে। এখন তারাও পরিবার নিয়ে ভালো আছেন।
ফুল চাষে আগ্রহী আশিকুজ্জামান বলে, “বরেন্দ্র অঞ্চলে আগে বছরে শুধু একবার ধান চাষ হতো। তারপর শুরু হয় আম চাষ। এখন ফুল চাষ করে সাফল্য পাচ্ছেন সাদিকুল ইসলাম টুটুল। কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে আমের রাজ্যে দেশি-বিদেশি ফুল চাষে বিপ্লব ঘটবে।”
সাদিকুল ইসলাম টুটুল বলেন, “আমাদের জেলায় ফুল চাষ তেমন হয় না। নতুন কিছু করার উদ্দেশ্যে ৭ বছর আগে স্বল্প পরিসরে ফুল চাষ শুরু করি। মাঝে করোনার সময় ১৫ বিঘা জমির ফুল বিক্রি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও থেমে থাকিনি। ক্ষতি কাটিয়ে উঠতেই আবারও ফুল চাষ করেছি। এখন ৫ বিঘা জমিতে গোলাপ, দেড় বিঘায় গাদা ফুলসহ সব মিলিয়ে ১০ বিঘা জমিতে ফুল চাষ করছি।”
তিনি আরো বলেন, “ভালোবাসা দিবস, বসন্তবরণ, উপলক্ষে বাগানে গোলাপ, গাদাসহ কয়েক ধরনের ফুল চাষ করেছি। চলতি বছর বিভিন্ন দিবসে কয়েক লক্ষ্য টাকার ফুল বিক্রি করেছেন।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেছেন, “চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ফুলচাষি সাদিকুল ইসলাম টুটুল। তিনি কয়েক বছর ধরেই ফুল চাষ করছেন। ভালোবাসা থেকেই তিনি ফুল চাষে আগ্রহী হয়েছেন। উন্নত মানের ফুল চাষের জন্য তাকে একটি পলিনেট হাউজ বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে তিনি জারবেরা ও টিউলিপ চাষ করবেন। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে ওনার সঙ্গে যোগাযোগ রাখি এবং তাকে পরামর্শ দিয়ে থাকি।”
তিনি আরো বলেন, “যেহেতু, সাদিকুল ইসলাম ফুল চাষ করে সফলতা পেয়েছেন, তাহলে বলা যায়, বরেন্দ্র অঞ্চলের মাটি ফুল চাষের জন্য উপযুক্ত। ফুল চাষ করে কেউ ক্ষতিগ্রস্ত হন না। সাদিকুল ইসলাম উদ্যোক্তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।