প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৬ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ঢাকার মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
এ নিয়ে এই সাংবাদিক দম্পতির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।
আদালত সূত্র জানিয়েছে, সাংবাদিক দম্পতিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করার পর আজ সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর, আনোয়ার হোসেনের বাবা আল-আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ২১ আগস্ট, শাকিল এবং রূপাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন, উত্তরা পূর্ব থানায় ফজলুল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত বছরের ২৬ আগস্ট আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যামামলায় তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।