প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫১ পিএম

ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানতে পেরেছে। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে।
এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তার সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে লেখা রয়েছে ‘সিদ্দিকস’। জানা গেছে, ২০১৪ সালে এটা কেনেন। তিনি তখন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন।
ভবনটি টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদ সিদ্দিক বা তার দাদা বা সাধারণভাবে পরিবারের নামে নামকরণ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ওই এলাকার একজন বাসিন্দা জানান, এটি পরিবারের একজন সদস্যের মালিকানাধীন জমিতে নির্মিত হয়েছিল, কিন্তু এই বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটের মালিক কি না বা বিশেষভাবে এটি কার নামে নামকরণ করা হয়েছে কি না, সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি)।