শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
কোচের আর্থিক সংকট, বাড়ি কিনে দেন ভারতের সাবেক পেসার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৭ পিএম

ভারতের স্থানীয় ক্রিকেটের কোচ তারক সিং একসময় আর্থিকভাবে বাজে সময় পার করছিলেন। এমনটাই বেহাল দশা ছিল যে বাড়ির ভাড়া পর্যন্ত দিতে পারছিলেন না। ফলে বাড়ির মালিক তাকে বাড়ি ছেড়ে দিতে বলেন। এমন খবর শোনে এগিয়ে আসে তার এক শিষ্য।

বাড়ির ভাড়া দিতে না পারা গুরুকে বাড়ি কিনে দেন তার শিষ্য। আর সেই ছাত্র হলেন আশিষ নেহরা। যিনি লম্বা সময় খেলেছেন জাতীয় দলে।  ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারত দলের সদস্যও তিনি। সাংবাদিক বিজয় লোকপল্লির লেখা সম্প্রতি প্রকাশিত বইয়ে জানা গেছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা।

নেহরা জানতে পেরেছিলেন যে, তারকের বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন। সেটা জানার পরেই বাড়ি খুঁজতে শুরু করেন নেহরা। দেরি করে অনুশীলনে যেতেন ওই সময়। এক দিন দেরি করে অনুশীলনে যাওয়ার পর কোচ জিজ্ঞেস করেন, কেন দেরি হচ্ছে আসতে। নেহরা তখন তার হাতে চাবি তুলে দেন। জানান কোচের জন্য বাড়ি কিনেছেন তিনি।

নেহরার ছোটবেলার কোচ তারক। তিনি দিল্লির সনেট ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা। যে ক্লাবে খেলেই বড় হয়েছেন ঋষভ পান্তও।

ভারতের অন্যতম সেরা কোচ মনে করা হয় তারককে। ১৯৬৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সনেট ক্রিকেট ক্লাব তৈরি করেছিলেন তিনি। যে ক্লাব থেকেই নেহরা, আকাশ চোপড়া, অঞ্জুম চোপড়া, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের জন্ম হয়েছে। ছাত্রদের কাছে ওস্তাদজি নামে পরিচিত ছিলেন তিনি।

২০০১ সালে তারককে ভারতের নারী দলের কোচ করা হয়েছিল। এক বছরের জন্য সেই দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার তারককে দ্রোণাচার্য সম্মান দিয়েছিল। ক্যানসার আক্রান্ত হয়ে ২০২১ সালের ৬ নভেম্বর মৃত্যু হয় তার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com