শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চিকিৎসক-যুবদল নেতার হাতাহাতি, দুই ঘণ্টা হাসপাতালের সেবা বন্ধ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৮ পিএম

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুল্লাহ আল মেজবাহর সঙ্গে চিকিৎসা নিতে আসা এক শিশুর বাবা  জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুক্তাদুল হক আদনানের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসক ও নার্সরা। এতে দুই ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়তে হয়েছে রোগীদের। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন মুহা. রুহুল আমিন ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ। 

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্তানে কপালে ক্ষত নিয়ে মুক্তাদুল হক আদনানের স্ত্রী সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. হাবিবুল্লাহ আল মেজবাহ। এসময় চিকিৎসক সেখানে সেলাই দিতে চান। তখন স্বামী মুক্তাদুল হক আদনান আসবেন বলে তার স্ত্রী একটু অপেক্ষা করতে বলেন। এরপর শিশুটির কপালে কসমেটিক সেলাই দিতে বলা হয়। তখন চিকিৎসক তাদের বলেন কসমেটিক সেলাই আপনারা বোঝেন? এটি করতে ওটি রুমে নিয়ে যেতে হবে। এ কথার পর দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের সকল চিকিৎসক সেবা বন্ধ করে দেন। একই সময় হাসপাতালের নার্স ও ইন্টার্ন চিকিৎসকরা সেবা বন্ধ করেন। খবর পেয়ে প্রশাসন-পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা উভয়পক্ষের কথা শোনেন। একপর্যায়ে চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে মুক্তাদুল হক আদনানকে পুলিশ সদর থানায় নিয়ে যান।

দুপুর ১২টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারকসহ তার কক্ষে চিকিৎসকদের সঙ্গে ডিসি আফরোজা আকতার চৌধুরী, এসপি মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন মুহা. রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সংশ্লিষ্টরা রুদ্ধদ্বার বৈঠক করেন। সোয়া ১২টার দিকে বৈঠক শেষ হয়।

সরেজমিনে জানা যায়, এ ঘটনার পর মুক্তাদুল হক আদনানকে হাসপাতালে আটকে রাখা হয়। পরে তত্ত্বাবধায়কের সাথে বৈঠকের সময় তাকে থানায় নেওয়া হয়। এ সময় তত্ত্বাবধায়ক ভবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। দরজার বাইরে থেকে হাসপাতালে কর্মরত স্টাফ, নার্স ও ইন্টার্ন নার্সরা বিচার দাবিতে স্লোগান দেন। এ ঘটনায় সোয়া দুই ঘণ্টা ধরে হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ ছিল। পরে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাসেবা শুরু করা হয়। হাসপাতালে অনাকাঙিক্ষত ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে।

মুক্তাদুল হক আদনানকে পুলিশ থানায় নিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। আদনানের স্ত্রী পুলিশ সুপারের সামনে ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমার বাচ্চার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলাম। কসমেটিক সেলাই, ওটি নিয়ে চিকিৎসক নানা রকম কথা বলেন। একপর্যায়ে তিনি আমার নখে আঘাত করেন। তখন আমার স্বামী ক্ষিপ্ত হয়ে বলেন স্ত্রীর গায়ে হাত দিলেন কেন? আমার স্বামী আগে উত্তেজিত হননি। আমার গায়ে হাত দেওয়ার পর তিনি রেগে যান। একজন চিকিৎসক এমন করতে পারেন না। উনারা এখানে যা অভিযোগ করছেন তা মিথ্যা।

রুদ্ধদার বৈঠক শেষে কর্মকর্তারা বের হয়ে যান। এ সময় জানতে চাইলে কোনো কর্মকর্তা কথা বলেননি। বৈঠকের পর জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, ঘটনাটি নিয়ে নিউজ না হোক এটিই সকলে চান। অযথা বিশৃঙ্খলা না হোক সেটা কেউ চাচ্ছে না। আমরা সেভাবে এগোচ্ছি। একপক্ষে তো বিচার হবে না? তদন্ত করে দেখে যেটা হবে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে এমনটা বলে গেছে। আমরা ওই ডাক্তারকে আলাদা রেখেছি। আমরা চেষ্টা করছি ঠান্ডা মাথায় সব ঠিক করার জন্য।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের কেউ এখনো থানায় অভিযোগ করেননি। মুক্তাদুল হক আদনান থানায় রয়েছে। অভিযোগ না করলে তাকে ছেড়ে দিতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com