শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
হাসিনার পতনে দিশেহারা ভারত : ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১১:১১ পিএম

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব দল ও মতের লোকদের ঐক্যবদ্ধ হয়ে চক্রান্তকারীদের অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরাজয় মানে আধিপত্যবাদী ভারতের পরাজয়। স্বৈরাচারী হাসিনার পতনে ভারত দিশেহারা হয়ে পড়েছে। এ জন্য তারা সীমান্ত উত্তেজনা এবং তাদের এ দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল এন্ড মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের আরো বলেন, 'আমাদের দেশের সুন্দর ও স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ভারত ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনও বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতকে বুঝতে হবে, বাংলাদেশে তাদের বশ্যতার রাজনীতি আর কখনো ফিরে আসবে না।'

তিনি বলেন, 'আমরা আগামীতে এমন একটি জাতীয় সরকার চাই যে সরকার দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও সব অন্যায় দূর করে মানুষের মৌলিক অধিকার ও চাহিদা পুরণে সক্ষম হবে। এ জন্য দেশের নেতৃত্ব থেকে অসৎ লোকদের সরিয়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।'

কেন্দ্রীয় নায়েব আমির বলেন, সংস্কারবিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না হলে দেশের পরিবেশও স্থিতিশীল হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও. আবুল হাসনাত মো. আবদুল হালিম বলেন, পতিত স্বৈরচার আওয়ামী লীগ সরকার দেশের অসংখ্য আলেম-ওলামা ও ছাত্র-জনতাসহ হাজার হাজার লোককে হত্যা করেছে। তাদের জুলুম-নির্যাতনের সাধারণ মানুষ নিজেদের বাড়ি ঘরে থাকতে পারেনি।

জুলাই-আগস্টের আন্দোলনে দুই সহস্রাধিক দেশপ্রেমিক  ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার পর মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন মুফতি আমির হামজা। বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করেন সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. ইয়াহিয়া তাকী।

সাবেক ছাত্র নেতা মো. মনির হোছাইন মজুমদারের সভাপতিত্বে ও মাও. আবদুল বাতেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা মো. ইব্রাহীম, ইউনিয়ন জামায়াতের আমির মাও. আবদুল হাকিম, সেক্রেটারি আবু তাহের, শিবিরের সাবেক উপজেলা সভাপতি রবিউল হোসেন মিলন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com