শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
ঝিকরগাছায় প্রাইভেটকার দুর্ঘটনায় শাকিবের পর মারা গেলেন ফাহিমও
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম

যশোরের ঝিকরগাছায় প্রাাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব (২৮)’র সঙ্গী প্রিয়বন্ধু ফাহিমকেও বাঁচানো গেল না। 

দুর্ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।  

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড় নামক স্থানে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, নাজমুস সাকিব তার নিজের প্রাইভেটকার (নং-ঢাকা মেট্টো-গ-১২-৮৯৬০) ও তার বন্ধু ফাহিম বিশ্বাস যশোর থেকে ঝিকরগাছায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে খাদে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা নাজমুস সাকিবকে মৃত ঘোষণা করেন এবং ফাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। 

পরে ফাইমকে রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন। 

নিহত নাজমুস সাকিব পৌরসদরের পারবাজার গরহাট এলাকার মরহুম নাজমুল হুদা সোহেলের একাত্র ছেলে ও ফাহিম বিশ্বাস পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। 

শনিবার সকাল ১১টায় মোবারকপুর মোহাম্মাদিয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রজ্ঞনে নিহত নাজমুস সাকিবের জানাজা শেষে শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। 

নিহত নাজমুস সাকিব ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপুর (দৌহিত্র) ভাগ্নে মরহুম নাজমুল হুদা সোহেলের একমাত্র ছেলে। 

জানাজা পরিচালনা করেন, হাফেজ মুশফিকুর রহমান রাব্বানী। জানাজাপূর্ব মরহুমের স্মৃতিচারণ করে করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। 

এসময় ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কাকন, যশোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানতে চাইলে ফাহিম বিশ্বাসের বাবা ওহিদুজ্জামান মোবাইলে বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার ছেলে মৃতবরণ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফাহিম বিশ্বাসের লাশ নিয়ে ঝিকরগাছার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com